বুকের খাঁজে খাঁজে ভাজ করে রাখো সংশয়,
ভবিষ্যৎ ভাবনা অভাব ঢেলে দেয়, খুব ভয়।
অতীতের আছে অঢেল আলো, রঙ উজ্জ্বল,
তবু হাবুডুবুতে নিখোঁজ আগামীর চল তল।
মাটিতে পাটি পেতে শুকোও খাঁটি দুঃখ সব,
বিষণ্ণতায় তৃষিত হৃদয়ও গলে পড়ে নীরব।
কার সাথে আর লেনাদেনা কী আছে বাকি?
অযথা হা-হুতাশে নাশ করছো সময় নাকি?
এভাবে স্বভাবের অভাবে আর কতো বলো,
সম্পূর্ণ ভরসা রেখে রবে বাকিটা পথ চলো।