হ্যাঁ, আমি এখন দূরের মানুষ, নাই, সে' প্রিয়জন নাই।
দূরে বসি, দূরেই হাটি, দূর থেকে তাই চোখ তুলে চাই।
চোখ তো শ্রাবণ নদীর বুক, চোখের গভীর অন্য চোখ।
চোখ কষ্টে ভরা এক মরু বুক, মুখ তবু কথা না বলুক।