সৃষ্টিরে ভালোবেসে কাছে টানে যে প্রাণ,
সে প্রাণ মহান, প্রকৃত করে স্রষ্টার সন্ধান।
সুখে দুঃখে ভালোবেসে যে থাকে পাশে,
স্বর্গ মর্ত্যের সুখ লুটিয়ে তার ঘরে আসে।
সৃষ্টিতে ভালোবাসাহীন স্রষ্টারে যে ডাকে,
প্রার্থনা সাধনা আরাধনা পায় না স্রষ্টাকে।
যদি সৃষ্টিতেই আগে না-জাগে মমত্ববোধ,
লাভ কী হাজার ডেকে স্রষ্টা-রে, নির্বোধ!
সৃষ্টির প্রেমেই প্রেমময় যে প্রাণ, মহীয়ান।
স্বয়ং স্রষ্টাই যে গায় সে' প্রাণের জয়গান।