সুখী সে বেশি, কাঁদে না দিবানিশি,
পরিবারে মিলেমিশে, নয় সন্ন্যাসী।
অল্পে তুষ্ট যে হৃদয় সুখ দুঃখ লাভ,
প্রয়োজন পূরণের পরিমিত অভাব।
অন্যের দুঃখ-পীড়ায় দুঃখী সে হয়,
সকলে আপন গনে, পর কেহ নয়।
সন্তুষ্ট রয় সর্বদা গায় যদিও অসুখ,
ক্লান্তি ক্লেশেও সদা হাসি-খুশি মুখ।
না-চায় ধন মাল দুই পাহাড় সমান,
সততায় বেঁচে রয়, অঢেল সম্মান।
না-চায় ক্ষমতা বা রাজ্য সিংহাসন,
সত্য ন্যায়ে দৃঢ় অবিচল প্রতিক্ষণ।
অহমিকা নাই তার ধনী যদিও হয়,
অসহায় দুর্বলের সে বিশ্বস্ত আশ্রয়।
পরিশ্রম চেষ্টা যত্নে জীবিকা আশা,
উঁচু-নিচু সর্বস্তরে সম ভালোবাসা।
আপন-পর শত্রু-মিত্র নাই যে তার,
সকলে সমান, সমতার সে আধার।
জগতে এ পাওয়া না-পাওয়া যতো,
দৃঢ় মন তার, ঠোঁটের হাসি অক্ষত।
লোভ লালসা হিংসা বিদ্বেষ ভোলে-
আত্মীয় অনাত্মীয়ে রাখেন আগলে।
প্রকৃত মানুষ সে, সৃষ্টির সেরা জীব,
মানবসেবা আর উপকারে উদগ্রীব।