আমার বেশ ভোলা রোগ,
আরোগ্য আ-র না হোক।
অতীত স্মৃতির মনোযোগ,
বারবার ফিরে না আসুক।


আমার এক বেলা বিকেল
কিংবা এক চিমটি সন্ধ্যায়
রাত-ভোর আঁধারের খেল
নামে বিষণ্ণ মন বারান্দায়।


শ্রাবণের ভারি বর্ষা নামুক
বা জৈষ্ঠ্যখরা হোক সর্বত্র!
ফে-টে চৌচির প্রশস্ত বুক,
চেনাই মুশকিল শত্রু-মিত্র।