হে স্রোতস্বিনী,
তোমার লম্বা দেহে কেহ কি আঁকে অশ্রুধারার আঁধার?
মুখ তোলে কি আর কেউ কেঁদে যায় সেথায় বারবার?


আজকাল দেখি অশ্রুও মিথ্যে বলতে শিখে গেছে বেশ,
চতুষ্পদ জন্তুর অশ্রুতে বেঁচে আছে কিছু সত্যের রেশ।