তোমার কবিতা পড়লাম,
খুব বেশিই ব্যথিত হলাম।
অযথা কষ্ট পেয়ো না মন,
দুঃখ পরই সুখ আলিঙ্গন।
এভাবে গড়গড় ঢেলো না-
যতো থাকুক দুঃখ যাতনা।
কবিতারাও খুব কষ্ট পায়,
শব্দের এমন ভাব বর্ণনায়।
ভুলে থেকো সব প্রতারণা,
যন্ত্রণা বাড়ুক, চোখে ঝর্ণা।
কেউ কথা না রাখে যতো,
সময় গেলে শুকাবে ক্ষত।