সত্যটাকে পেয়ে গেলে মিথ্যারা হয় অপসারিত,
দৃষ্টির সীমানা হয় আরো দূর, আরো সুপ্রসারিত।


জীবনটাকেও মনে হয় খুব সহজ, সমস্ত সহজ,
বেঁচে থাকতেও তেমনটা পুড়াতে হয় না মগজ।


নীরবেই বেজে ওঠে অজস্র কথা, সহস্র কবিতা,
হৃদয়ে শীতল আবেশ, পুষে রাখে সুখের বার্তা।


ভাঙা গড়ার কঠিন খেলায় মন জুড়াবে না আর,
সব ভাঙলেও রবে মনে প্রেমপ্রীতি ভীতি স্রষ্টার।