বেরিয়ে এসো আজ ছেড়ে সুখের শয্যা,
কাটিয়ে ওঠো ওগো যতো মুখ লজ্জা।
অভাব! ভেবে ভেবে করো না সুখ মাটি,
মনো ধর্মে কর্ম তোলো, গা গতর খাটি।
ছেড়া কাঁথাটায় শুয়ে চষো না চন্দ্রদেশ,
শক্ত হাতে ভর করো নির্ভয়, দূরে ক্লেশ।
আকাশকুসুম কল্পনাতে ভেসো না আর,
আজ,
    লাজ ভোলে কাজ খোঁজো একবার।
সফলতা নুয়াবেই মাথা, উজ্জ্বল সম্মান,
সুখহাসি ফুটে রবে ঠোঁটে সারা দিনমান।