হায় কেনো তুই দশ মিনিটেরই সুখ চেয়ে-
ধর্ম কর্ম ভোলে, লাজ লজ্জার মাথা খেয়ে-
আমাকে এভাবে তোর ঐ গর্ভে নিলি বল।
কেনো আমায় মৃত্যু দিতে এ অপকৌশল!


আমারো ইচ্ছে ছিলো খুব ধীর উঠি বেড়ে-
তোর অন্ধকার ঐ জগতে তাচ্ছিল্য ঝেড়ে।
দুচোখ মেলে দেখবো জগৎ মুক্ত আকাশ,
বুক ভরে নিতে শ্বাস নির্মল স্বচ্ছ বাতাস,
কণ্ঠ মেলে ডাকবো তোকে মা মা মা, ও মা,
কীভাবে তুই করলি খুন! ঢের অশ্রু থামা।
ইচ্ছে ছিলো দেখবো তুর সোনা মুখখানি,
যেমন যতো হবে হোক বদনাম অপমানি।
স্রেফ দেখতে চেয়েছে মন সে মানুষটারে,
বারম্বার মিথ্যে প্রণয়ে ভোগ করেছে তোরে।


বড়ো সাধ ছিলো কপালে তোর চুমু নিতে,
শুরুর আগেই শেষ, ভয় সম্মান হানিতে!


মা ভালো থাকিস, খেয়াল রাখিস নিজের,
সঙ্গী হস-না কভুও দেহভোগী প্রেমিকের।