লাজ লজ্জা জানতে চেয়ে গো লজ্জা দিয়ো না,
মরমে শরমের খবর জানতে চাওয়াটাই মানা!
লজ্জাবতী লতা পুঁতেই দিয়েছি বহুকাল আগে,
শরমেরও শেকড় বাকড় উপড়ে নিয়েছি রাগে।
লজ্জা যদি সত্যিই থাকে তেলবাজি কে করে!
শরম কিছু হয় যদি এতো নিচু হয়ও কী করে!
তেলে তেলে বেতাল বাবু উথাল পাতাল কাজ,
তোষামোদে বেঁচে খেয়েছে লজ্জা শরম লাজ।
তেলে তেলে তলিয়ে গেছে অতল সাগর জল,
নিঃস্ব হয়েও বিশ্বাস আছে তেলবাজিই সম্বল।
কতো কাল তেলের কলেই কলকলিয়ে রবে?
শেষমেশ তেলের বিষেই মিশে নিঃশেষ হবে।