থামাও লুটপাট, হম্বভম্ব, ক্ষমতার দম্ভ, থামাও, থামাও।
কলুষিত হৃদয়, প্রাসাদের চারপাশ যেনো পাহারা যুদ্ধে!
লাশ গলা ভোরের দুর্গন্ধের মৃত্যু হবে নিশ্চিত, নিঃশব্দে।
থামাও এসব ধ্বংসযজ্ঞ, কান পাতো ক্ষণিক ধ্বংসস্তূপে,
হ্যাঁ, শুনবে কান্নার সকরুণ সুর, বেদনা বিদুর, নিশ্চুপে।
এভাবে তো টেকে না বেশিদিন, কিবা আমৃত্যু আজীবন,
আকস্মিক বিপর্যয়ে পালাবে কোথা? কোন গুহা নির্জন?
থামাও এসব ধ্বংসলীলা, থামাও বারুদে বন্দুকের নল,
প্রতিশোধের এসব গুম খুন, গুপ্ত হত্যা, হিংসের অনল।
থামাও আগুনের চাঞ্চল্য, গুপ্তচরবৃত্তি,  সৈনিকের মহড়া,
কান পেতে শুনি পতনের ধ্বনি, সুদূর দৃষ্টি রাখো কড়া।