আমাকে পেছন হতে টেনে ধরে প্রিয়ো টিয়ে পাখি,
কাপড় পাড়ে অনেক রঙের রঙ লেগে যায় দেখি।
মাঝেমাঝে যে কামড়ে ধরে পা উপায়ান্ত না পেয়ে,
দূরের আকাশটা' দৃষ্টি ফেলে ছেড়ে দেয় ক্লান্ত হয়ে।
আমি দৌড়ে যাই, সামনে আগাই, বেঘোর আঁধার,
গাছতলাটায় দেখি ঝাপটা দেয় হাসিস্নাত আভার।
আগপাছ তাকাতেই দেখি ঘটি মেঘ নেমেছে মাটি,
থেকে-থেকে বিজলি চমকালে দেখি দূরে' টিয়েটি।
কন্ঠ ছেড়ে ডাক হাঁকছে আটকাবার যে শপথ নিয়ে,
বুঝতেই চাইনি, দিলাম দৌড় দ্বিগুণ গতি বাড়িয়ে।
কিছুটা সময় পর বুঝতে পারি খুব ফেঁসে গেছি যে,
টেরই পাইনি, কঠিন বিপদে ফেলি নিজকে নিজে।
এখন আমি গলা ফাটিয়ে খুব ডাকছি সে টিয়েকে,
গহীন আঁধার, আমার ডাক আর খোঁজেই পায় কে!