ধীরেই পৃথিবীর আয়ু কমছে হয়তো।
বাসিন্দারা আগুনে পুড়ছে নিয়তো!
ক্ষণে কেউ আগুনে পুড়ে হচ্ছে ছাই,
ধোঁয়ার কুণ্ডলিতে জীবন হচ্ছে নাই,
কেউ-বা আতঙ্কে দিচ্ছে আত্মত্যাগ,
কেউ জীবন লালসায় বেশ সজাগ।
বাঁচার ব্যাকুলতায় কেউ ডুবন্ত খুব,
আকুল মৃত্যুর গতরে-ই দিচ্ছে ডুব।


তবু নিশ্চুপ কেউ, পোড়া দেহ ও মন,
আগুনহীন পুড়ে-ই মরছে প্রতিক্ষণ।
ধোঁয়া-গন্ধহীন থেকেও যাদের দ্রুত-
দম আটকে আটকে যায় প্রতিমুহূর্ত।
ধুকে ধুকে মরে সে ন্যায্য অধিকার,
চাওয়া পাওয়া, অন্যায্য এ আবদার।