অথচ কখন থেমে যেতো পথচলা, তুষার ঝড়ে নিমজ্জিত হতো-
গোটা আদি প্রাণীর জীবদ্দশা, গোটা ব-দ্বীপ।
হয়তো অজস্র বার ভেঙে গড়ে তুলোর মতো সফেদ ফেনায়-
অবলীলায় মিশে যেতো এই হীন-ক্ষীণ জীবনদীপ।
অথবা কাঙ্ক্ষিত স্বর্গ মর্ত্যের মাঝামাঝি সময়ে মাশুল গোনতে হতো-
প্রায় আরেকটা সুদীর্ঘ কচ্ছপের জীবন।
নয়তো নরকের আশ্বাস পেয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু একটা করার-
ভ্রষ্ট চেষ্টায় আরো কিছু নষ্ট হতো মানব মন।
তবুও আছে বেঁচে এ জাতি, এ জমিন, এ জীবন, কভুও ছাড়েনি-
আশা চাওয়ার, ভালোবাসা পাওয়ার, স্বর্গসুখ, নতমুখ।