আমি দেখেছি মানুষকে লাশের গায়ে সুদীর্ঘ সব গভীর গর্ত খুঁড়তে।
আমি দেখেছি মানুষকে পশুর মাংস বলে মানুষের মাংস বিকোতে।
আমি দেখেছি মানুষকে মদের গ্লাসে সুস্বাদু মানুষের রক্ত মেশাতে।
আই দেখেছি মানুষকে স্বজাতির হাড্ডি গুড্ডি মাংস চিবোতে।
আমি দেখেছি মানুষকে মানুষরই বুক চিরে কলিজা তুলে নিতে।
আমি দেখেছি মানুষকে রোষানলের আগুনে জীবন্ত মানুষ পোড়াতে।
আমি দেখেছি মানুষকে গোপন গুলিতে বন্ধুর মাথার খুলি ওড়াতে।
আমি দেখেছি মানুষকে প্রেয়সীর প্রিয় মুখে এসিড ছুঁড়ে মারতে।
আমি দেখেছি মানুষকে  ঘুমন্ত প্রেমিকের চোখ উপড়ে ফেলতে।
আমি দেখেছি মানুষকে খঞ্জরের আঘাতে মায়ের বুকে রক্ত ঝরাতে।
আমি দেখেছি মানুষকে বাবার গলার পরতে পরতে ফাঁসির রশি পরাতে।
আমি দেখেছি মানুষকে ভাইয়ের টুকরো মৃতদেহ পশুকে খাওয়াতে।
আমি দেখেছি মানুষকে দুধের শিশু কোমর মাটিতে জ্যান্ত পুঁতে দিতে।
আমি দেখছি মানুষ, এভাবে তবুও দেখছি মানুষ, অনন্ত দিবস রাতে।
আমি খুঁজছি মানুষ, তবুও খুঁজছি মানুষ গোটা অমানুষে ভরা পৃথিবীতে।