সত্যি, যদি এমনি হতো কোনো এক দিনভর,
হাঁটু গেড়ে বসে আছি খুব তোমার মুখোমুখি।
অঝোর সে বৃষ্টিতে ভিজে যাচ্ছে সারা প্রান্তর,
অবিরাম ভিজে যাচ্ছি তোমায় স্থির দৃষ্টি রাখি।


যদি সারা দিনমান ভিজে ভিজে ঠিক সন্ধ্যায়-
বেশ পানি জমা মেঝেতে মেলে দিই বুকখানি,
যদি রাতের আঁধার ছেয়ে গেলে বুকে জড়ায়-
নেয়া যেতো কালো গিলাফের সুখ আসমানী!


যদি চুষে নেয়া যেতো জল সব ভূতল গড়ানো,
যদি ধুয়েই নেয়া যেতো এ জলে পাপ সকল।
যদি এমনি ভিজে ভিজে নিঃশেষ হয় জীবনও,
নেই ক্লান্তি ক্লেশ আফসোস, এ স্বর্গ অবিকল।