যে খবরটা আসার কথা- আসেনি তো আদৌ,
ফ্যাঁকাসে মুখেই থমকে দাঁড়ায় কাঁদো কাঁদো।
অপেক্ষার প্রহর গোনে প্রতি দিবস প্রতি রাতে
নিঃস্ব ভবের বিশ্ব ঘুরে নিজ নিয়মে কক্ষপথে।


সূর্য ওঠে, সূর্য ডোবে, আলোর পরের আঁধার,
চাঁদ ওঠে, তারা জ্বলে, রাত্রি পর দিন আবার।
অপেক্ষায় বুকের ভিতর ধুক ধুক কী শব্দ হয়!
এতো কীসের ভয়ে কাঁপে পা, হাতও স্থির নয়।


আজকে-ও বুঝি পাবো-না সে কাঙ্ক্ষিত খবর,
সাগর পাড়ে হারিয়ে গেলে সেথায় হবে কবর।
এখনো কি সে খবরটা দু-চোখ মেলে ওঠেনি?
নাকি, সে খবরটা আজ পর্যন্ত কেউ চায়ই-নি!


তৃষ্ণার পর তৃষ্ণা বেড়েই বুকের গভীর তুফান,
তৃষিত আত্মা মৃত মন, অমৃত ভেবে বিষ পান।
ফেটে চৌচির সবটা, মরা নদীতেও ঢেউ উঠে,
প্রতীক্ষার প্রহর গোনেই আজীবন নদীর ঘাটে।