এতো বিষণ্ণতা কীসের ব-ল,
মনের উপর কীসের ধকল?
টানছিস অসুস্থতার বোঝা!
তুই না হয় আজ থেকেই যা।
সূর্যটা যাই যাই করছে দেখ,
শো-শো শব্দে ঝড়ো হাওয়া,
মেঘে গোটা শহরটা ছাওয়া।
খানিক পর গর্জে বজ্রধ্বনি,
বাইরে তুমুল বৃষ্টির সাবধানি।
জানিস, ছাদ বাগানে তোর-
ফুল এসেছে বাতাবি লেবুর।
পাতাবাহার, ফুটেছে মাধবী,
বেলির মালা খোঁপায় বাঁধবি?
রজনীগন্ধা গন্ধরাজ চামেলি,
ডালিম ফুল ও গোলাপ কলি।
জুঁই জিনিয়া জারুল করবী,
চন্দ্রমল্লিকা চম্পা'র সুরভী।
সূর্যমুখী মুখ ভার পড়ে রয়,
মৌসন্ধ্যা, সন্ধ্যা-মালতী নয়।
বাগান বিলাস, হাসনাহেনা,
শ্বেত ও রক্তজবা ফুটেই না।
রূপে অপরূপ অপরাজিতা,
মোরগ মালতী মাধবী-লতা।
গাছ উঠেছে জামরুল জাম,
আতা কাঁঠাল জলপাই বাদাম।
কলা কমলা, টক-মিষ্টি কুল,
পেঁপে পেয়ারা আমের ফুল।
লাল-শাক পুঁই পুদিনা-পাতা,
মরিচ ধনে বেগুন শিম-লতা।
তেজ পাতায় খুব নেই তেজ,
মেহেদি পাতার রঙ নিস্তেজ।
দোয়েল কোয়েল আসে যায়,
শালিক ময়না বসে দুল খায়।
ওড়াউড়ি করে টুনটুনি পাখি,
ইচ্ছে করে বাসা বেধে রাখি।
বুলবুলিও সুর তুলে গান গায়,
রঙিন পাখিরা ডানা ঝাপটায়।
নানা প্রজাতি প্রজাপতি ওড়ে,
কতো পাখি এসে বসত গড়ে।
ঝড়ে ভেঙেছে আমড়া গাছ,
তাতে বসে বেশি পাখির নাচ।


বাইরে খুব ঝড় বৃষ্টি আঁধার,
কারণ ভোল দুঃখ কষ্ট ব্যথার।
গল্প করে লাগছে না মজা?
তুই বরং আজ থেকে-ই যা।