তুমি-তো দেখেছো; আমার কতো হাসি ঠোঁটের কোণায় এসেই তব মিলিয়ে গিয়েছে তাবৎ।
তুমি তো দেখেছো; আমার কতো অশ্রু চোখের কোণায় হেসেই শুকিয়ে গিয়েছে এ' যাবৎ।
উল্লাসভরা উচ্ছ্বসিত কতো অট্টহাসি চিবিয়ে খেয়েছি আবার কতো ভাবে কতো শতো বার!
নীরবতায় বিলীন হয়েছে কলিজাছেড়া কান্নার ডুকরে ওঠা কতো যে তীর্যক তীক্ষ্ণ চীৎকার।
কেউ না-জানুক তুমি তো জানো; কতো স্বপ্ন বিলিয়ে দিয়েছি স্রেফ তোমার সন্তুষ্টির জেরে।
শ-তো চাওয়ার চাবুক গুটিয়েছি নিমেষে, পাওয়ার পূর্ণতায় লুটিয়ে পড়েছি তোমার দুয়ারে।
কেউ না-জানুক তুমি জানো; কতো কী সুযোগ উড়িয়ে দিয়েছি তোমার ভালোবাসা পেতে।
কতো কিছু হারিয়েও সহ্য করেছি কতো কষ্ট ক্লান্তি গ্লানি, কতো দুঃখ যাতনা এ'বুক পেতে।
তুমি জানো; ভালোবেসে দিয়েছি ত্যাগ হেসে কতো সুখ, প্রিয় মুখ, অসুখে পড়েছি কতো।
ভালোবাসা পেতে তোমার-
হয়েছে এক অসুখ, উন্মুখ মন, সারাক্ষণ হাত পেতে আছে যতো, বুক পেতে আরো ততো।