হে মন, কেনো ঘন ঘন মৌমাছি চঞ্চল ওড়াউড়ি এতো!
বিপুল ঘুরে ঘুরে ঘরহারা পথভোলা লালাভ এক পাখী,
কোনো পথ পদ্ধতি আছে কি কিঞ্চিৎ বেঁধে তারে রাখি!
হৃদয়েরও অন্দরে আদরে যতনে খুশি খুশি পুষি কতো।
মনে ওঠে হেলায় ফেলায় বিফল কতো একেলা খেলা!
কতো কতো ভেবেছি এঁকেছি এঁকেবেঁকে বক্ররেখা পথ,
তারও বেশি নিয়েছি আনন্দে বন্দী হওয়ার শক্ত শপথ।
উদাসী মন দেশ বিদেশ কতো কাটিয়েছে বিফল বেলা।


ভেবে ভেবে অকারণ নিভু নিভু মন ডুবে রয় নিত্যদিন,
আবোল তাবোল বুলি আওড়ায়, মুখের ঝরা মরা ফুল,
নিভে গেছে আলো প্রায়, প্রিয় নদী কূল ভাঙে ব্যাকুল।
সরব কলরব তুলে ভুলে এক রব, কার্যে ধার্য ধৈর্যহীন।
নীরব যদি চলে পথ নিরবধি স্রষ্টার রয় না বিপথ গমন,
স্থির ঠাই দাঁড়িয়ে রয় যতো বিপদ আপদ হয় আগমন।