লিখছি আজ পূর্বসূরির ভিটায় আধশোয়া বসে,
হঠাৎ মনে নাড়া দিলো অদ্ভুত এক প্রশ্ন এসে!


কী নাম বা পরিচয় দাদার বাপ, তার বাপের?
কেমন ছিলো দেখতে শুনতে, কর্মকাণ্ড তাদের?
জানা নাই দাদার বাপের নাম,
কী ছিলো তার ধর্ম কর্ম, নাম ধাম।
দাদার বাপ পর্যন্ত সীমাবদ্ধ নিশ্চয়,
তাও অজানা তার স্ত্রী কন্যার পরিচয়।
সময়ের স্রোত ডিঙিয়ে এমন প্রাণের-
উত্তরসূরিরাও দিব্যি ভুলে যাবে আমাদের।


অথচ, কতো কিছু করে যাই, রেখে যাই ধন,
পরিচয় কতো দূরই-বা যাবে ও পাবো মন!


ভাবতেই ভীষণ গা শিউরে ওঠে, কাঁপে বুক,
অশ্রু শীতল দৃষ্টি অঞ্চল, অজানা এক শোক।