তোমার দিকে বাড়িয়েছি হাত নির্লজ্জ নির্ভীকতায়,
বলবো না আজ কোনো কথা, সমস্তটা নীরবতায়।
কী করে বলি বলো আজ নির্দ্বিধায় দু'একটা কথা!
দম বন্ধ লাগছে খুব, ভারি হয়ে আছে বুকের ব্যথা।
একবার চাই আশ্রয়, প্রশ্রয় পেয়েছে ভুল ভাবনারা,
জানি তুমি ফিরাবেই না এ হাত, নেহাৎ দিশেহারা।
কাল সকাল হবে কি জানি না, ক্ষমা করো আজই,
ভিখারী চেয়ে চেয়ে রয় নিঃস্ব ফিরাবে না নিশ্চয়ই।
না চাইতেই দিয়েছো এতো, অগণিত কতো কিছু,
আজ চেয়ে পাবো না ভাবিনি সে কথা, মস্তক নিচু।
দাও দাও হে দুই হাত ভরিয়ে, অশ্রুরা সাক্ষী থাক,
নির্বাক চেয়ে রবো শুধু, পাওয়ার আনন্দে অবাক।