আমি ঢ়লে পড়া বিকেলে দীপ্ত আগুন আলোয়-
হাটতে হাটতে ছায়ার সঙ্গে নৃত্য করি।
আমি আগুন পোড়া  ডুবন্ত সূর্যের চোখে চোখ-
রাখতে রাখতেই প্রতিদিন মৃত্যুবরণ করি।
এসব নিদারুণ ব্যথা-
পাথরচাপা বুক,
কেউ না জানুক,
কেউ না বুঝুক।
কিছুটা ঝরুক অশ্রু হয়ে,
বাকিটা আনুক হৃদয়ে তুফান বয়ে।
যদি পারো-
গুড়িয়ে দাও,
পুড়িয়ে দাও,
উড়িয়ে দাও
এই হৃদয় তল্লাট।
বদনাম হোক,
বরবাদ হোক,
যতো দুঃখ তুফান আসবে আসুক।
ভোলে সব শোক,
মেনে নিবো খুব,
যেমনটা আছে এই ভাগ্যের ললাট।