ঝাউপাতার ছাউনি দিয়ে বসত গেড়ে যে বসেছে তাকেই খুঁজে বের করো।
পাহাড়ের খাঁজে খাঁজে ভাঁজ করে রেখেছে ঝর্ণাধারা কোমর প্যাঁচানো জল।
আনন্দে আত্মাহুতি দিয়ে কেউ কেউ খুব একা ঘুরছে আকাশসম উচ্চতায়।
কেউ হামাগুড়ি দিয়ে মরে জলের তলে বা ভেসে ভেসে শেষ করছে সময়।
হঠাৎ মেঠোপথে আঁকাবাঁকা রাস্তার মোড়ে সুখের সন্ধান পেলেও চেনে না।
হাতপাখার বাতাসে আগুন নেভানোর তদবিরে মিছেমিছি অজুহাতে কেউ।
অথচ অন্ধকার ভাঙা আয়নার প্রতিচ্ছবির মতো করে সম্মুখে এসে দাঁড়ায়।
ফুরিয়ে আসা ফানুসের আলো নিভু নিভু জ্বলতে ভুল্লেই উপসংহারে হাসে।