মাঝি ভাই, থামো, থামাও তোমার নৌকাখানি,
খানিক জিরিয়ে নাও।
ইঞ্জিনের ঝনঝনানি ঘ্যানঘ্যানানি একটু থামাও,
শুনতে পাবে দূর থেকে ভেসে আসা চাপা-ভাঁপা
ভাঙাভাঙা কান্নার করুণ সুর,
চোখ মেলে একটু তাকাও, ওই দূরে নয়, কাছে, নিচে,
তোমার নৌকার গায়ের সাথে যে জল আছে লেগে।
কী! লাফিয়ে উঠলে নাকি? কেনো? ভয় পেয়েছো খুব?
শান্ত হও, হও স্থির...
ভয় পেয়ো না মাঝি, বুকের ধুপধুপানি থামিয়ে নাও,
খানিক বসো নতজানু হয়ে।
ভাবছো কী দেখছো এসব? নাকি পথ হারালে ভুলে!
না, মোটেও না, সত্যি নয়, তুমি ঠিক আছো তোমার পথে,
আর তোমার চারপাশের রক্তবর্ণ জলে যা ভাসছে তা?
তা তো কিছু কাটা-ছেড়া-পচা-গলা লাশ,
নিরীহ মানুষের খণ্ডিত দেহ,
ওরা ওপার থেকে ভেসে আসা আমার ভাই,
আমার বাবা, আমার বাবু'র রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ।