হাতের কাছে গরমাগরম ভাতের থালা,
ডালের বাটি, শাক, সবজি, ভর্তা কলা।
শাদা ভাতে হলদে বরণ ডালের স্রোতে-
অবাধ্য আঙুলেরা নৃত্য তুলে মধ্যরাতে।
জিভে' স্বাদে বাঁধ ভেঙে যায় খুদ খুশির,
মুঠ-ভর্তি ভাতের গ্রাসে সুখ দিবানিশির।
ভাতের পাতে হাত ডুবিয়ে, নাক চুবিয়ে-
খাই খুব ফুর্তি করে, কাঁচা লঙ্কা চিবিয়ে।
এক লোকমা স্বাদের তুলে নিতেই মুখে,
সাত জনম ক্ষুধার জ্বালা নিমেষেই চুকে।