ঘুরে বেড়াবে আর কতো?
সময় সু্যোগ বিয়োগ হয়ে যায় ঝর্ণার মতো।
মোমের শরীর হচ্ছে ক্ষয়?
সাজ সরঞ্জাম জোগাড়েই যাচ্ছে ক্ষয়ে সময়।
আজ সাজবে কখন তুমি?
সাঁঝ এসে যে তাড়িয়ে যায় কপালখানি চুমি।
মাটির দেহ পুড়ছে নাকি?
ভাটির আগুন লাগলে থাকবে না কিছু বাকি।