সাদা-কালো, উঁচু-নিচু, এ ভেদাভেদ কেনো ভাই!
কেনোইবা ছোটো বড়ো, ধনী দরিদ্র খুঁজি সর্বদাই!


গভীর মূল তল্লাশিতে সবি এক, সকলে ভাই ভাই,
একই পিতা মাতার বহমান ধারা, অন্য উৎস নাই।


অনুরোধ আকুতি, হৃদয়ের গভীর মিনতি জানাই-
ভেদাভেদ ভোলে মানুষ হই, হিংসেতে ঢালি ছাই।