সাগর নদী যেখানেই যাও সারা-
মানুষের অশ্রুতেই তা সব ভরা,
কেঁদে কেঁদে শুকিয়ে সে অশ্রুধারা-
বুকের ভেতরে বিঁধেছে যে ক্ষরা।
কী বলে কেঁদে কেঁদে ঝর্ণা-ধারা,
সে' কথার ব্যথা বুঝে সে কারা!
চোখের দৃষ্টি দেখে না চাঁদ তারা,
নিজেকে বুঝায় ব্যর্থ ও সর্বহারা।