আজকাল বড়ো বেশি ভুল হয়, ভুলে যাই অনেক কিছু, চেনাজানা মুখ,
     চোখের সম্মুখ, বুকের ধুকধুক, পদতল ধ্বনি, প্রাচীন কণ্ঠস্বর, ভুল হয়।
ভুলে যাই খুব চেনাজানা অলিগলি, পরিচিত রাস্তাঘাট, পথ প্রান্তর সব,
     দোকান-পাট, খেলার মাট, বারান্দার চৌকাঠ পেরুতেও ভুল মনে হয়।


ভুল করেই বেরিয়ে পড়ি ভুল বসনে, আনমনে বসে পড়ি ভুল আসনে,
      আগুনে পুড়ি, খোঁড়াখুঁড়ি, দৌড়াদৌড়ি, ওঠে পড়ি অচল রেলগাড়িতে।
ভুল করে ঢুকে পড়ি কারার ফটকে, আটকা পড়ি ভুল পঠনে, ভুলের-
     ছড়াছড়ি, কাড়াকাড়ি, ক্ষণ পাড়ি, কড়া নাড়ি ভুল দুয়ারে ভুল বাড়িতে।


ভুল করেই হুটহাট ঘুম ভেঙে উঠি জেগে, রাগে উনুনে আগুন জ্বালি,
     খালি হাঁড়ি বসিয়ে রাখি হাঁটু পা গাড়ি, পুরে রাখি ক্ষোভ অন্য হাঁড়িতে।
ভুলে যাই চায়ের কাপ, লবণ চিনি, দারুচিনি তেজপাতা, স্যুপের বাটি,
   মেঝে পাতি শীতল পাটি, ভুলে ভাবি গোখরা সাপ, ভুল হয় ঝাড় দিতে।


ভুলে যাই অন্ন গ্রহণ, বাসন-কোসন, খাবার-ঘর, আপন পর, নারী নর,
   বিশ্রী সুন্দর, উপর নিচ, দক্ষিণ উত্তর, শোবার-ঘর, চাদর, বিছানাপত্তর।
মানুষ চিনতে বড়ো বেশি ভুল করি, ভুল করে কাছে রাখি মানুষ, ফণা-
     ফানুস, পুষি সাপ, অভিশাপ অনুতাপ, শুভ্র গায় গতর, বিষাক্ত অন্তর।