ছুঁয়ো না হাত, করো না আঘাত গায়,
লিখে রেখো নাম বুকে বাম পাশটায়।
রেখো না মনের কোণে দুঃখ যাতনা,
যা ঘটে ঘটুক, শতো সে রটুক রটনা।
নীরব ভাষায় বলছি এটুক শুনো হে,
কে রাখে খবর, মায়া পুষে বক্ষ গৃহে!
ভুলি সব তুলি কলরব গহীন অন্দরে,
নোঙর ফেলি না তাই সুখের বন্দরে।
ঘুমিয়ে পড়ছি আজ হে কালো রাত,
সকাল হলেই আলো হয়ে ধরো হাত।
দু-চোখ ভরে সকাল দেখবো আবার,
ইচ্ছে ছিলো ভোর ডাকা পাখি হবার।