সন্ধ্যার আগুনে পুড়ে এখন কালো হয়ে গেছে রাতের পরত,
মানুষ চিরে বেরুচ্ছে গরম ভাব, নাকের শব্দে কেউ ঘুমোয়।
মালবাহী লরি ভেঁপু বাজিয়ে ভাঙাতে ব্যর্থ কারো কারো ঘুম,
চৌরাস্তার মোড়ে নিয়ন আলোতে ঝলসে যায় কারো চোখ।
পথভোলা একটা মা পাখি সত্যি কতোটা কষ্ট পায় অজানা,
জানালার লালবর্ণ পর্দা সরালেই আঁধার ঢুকে যাবে মগজে।
ক্ষ্যাপা বাতাস শীতের সঙ্গী হয়ে তো বেশ কাঁপায় রাজপথ,
হাত বাড়িয়ে বাতাসের শাসন ছুঁতে চায় না কোনো মহাজন।