প্রতিটি নতুন দিনে পুরনো স্বপ্ন নিয়ে
ঘুম ভাঙে পাখিদের কলরবে।
দিবানিশি বড় একা আমি
নিয়ত হারাই, না পাওয়া যত সুখ।
বেঁচে থাকা মনেহয়- শুধু বেঁচে থাকা
অভিনয়ে টিকে আছি নিঃশ্বাসে-প্রশ্বাসে।
দুঃখ বিলাসী নই তবু ব্যথা কুড়ে খায়,
খুব মমতায় অঝরা অশ্রুর আক্ষেপে।
স্মৃতির পাতায় যত জমা আছে সুখ
দুঃখ আঁচড়ে তার বিবর্ণ রূপ।
কখনো পাথুরে চোখেও নোনাজল খেলে
দহনে দগ্ধ প্রাণ কেঁদে ওঠে হাহাকারে।
তবু আশার প্রদীপ জ্বেলে বন্ধুর পথে,
আজও খুঁজে ফিরি আমি প্রেরণার বাতিঘর।