খাঁটি সোনায় যেমন কোন গয়না গড়া যায়না
তেমন আসল প্রেমিক সহজে তার প্রিয়ার দেখা পায়না।


আমি প্রেম নগরের মস্ত প্রেমিক রক্ত গোলাপ হাতে
প্রিয়ার অপেক্ষাতে গুনছি প্রহর সকাল-সন্ধা-রাতে।


আমার প্রিয়া যখন জ্যোৎস্না রাতে থাকবে আমার পাশে
রাতের- তারা গুলো খুশির খেলায় পড়বে খসে খসে।
প্রিয়ার রূপে মুগ্ধ হয়ে, পারুল-বকুল-জবা
মিলে মিশে সাজাবে ঘর জানাবে মারহাবা।


আমার প্র্রিয়া যখন হাসবে আমার- প্রাণ জুড়িয়ে যাবে
বিরহী মন ভালবাসার অর্থ খোঁজে পাবে।


প্রিয়ার অপেক্ষাতে উদাসী মন কাঁদে একা
আর কতকাল কাঁদলে প্রিয়া পাব তোমার দেখা?