তুমি এখন নিদ্রাপুরীর মেয়ে,
ভোরের আশায় থাকবো আমি চেয়ে।
অপেক্ষাতেই কাটবে আমার রাত্রি,
তুমি হবে কল্পলোকের যাত্রী।
তারায় তারায় সাজবে তোমার ঘর
অপেক্ষাতে আমিই হব পর!
তোমায় ভেবেই নিশি বিভোর হবে,
হয়তো এ' মন রাত পোহালে দুঃখটুকুই পাবে।
হোক- তাতে কি, যা পেয়েছি সেটাই বা কম কিসে,
এক আকাশে মেঘের ভেলায় ছিলাম দুজন মিশে।
তুমি তোমার স্বপ্ন ছুয়ে অনেক সুখী হবে,
অপেক্ষাতে এই হৃদয়ে- সেই কামনাই রবে।