কিছু মানুষ অনায়াসেই মিথ্যে কথা বলে,
কিছু মানুষ থাকে সদা সত্য ছায়ার তলে।
শত ভুলেও কিছু মানুষ চায়না ক্ষমা কভু,
একটু ভুলেও কিছু মানুষ আতকে বলে, প্রভু!
না চাইতেই কিছু মানুষ মন জুড়িয়ে পায়,
কিছু মানুষ একটু পেতে বারে বারে চায়।
মনে জমা কষ্ট নিয়েও কিছু মানুষ হাসে,
গুমড়ো মুখেও কিছু মানুষ সুখের ভেলায় ভাসে।
কিছু মানুষ দু'পাতাতেই জগতটাকে বুঝে,
গল্প শেষেও কিছু মানুষ শিরোনামেই খোঁজে।
কিছু মানুষ আছে যাদের জানতে আছে মানা,
আবার কিছু মানুষ যাদের পুরোটা যায় জানা।
কর্মগুণে কিছু মানুষ মহামানব হয়,
কিছু মানুষ, মানুষ রূপে অমানুষি রয়।