মাঝে মাঝে কোন কিছুই সঙ্গা মেনে হয়না,
মাঝে মাঝে আপোসটুকু নীতির ভিড়ে রয়না।
মাঝে মাঝে সুখগুলোকেও প্রকাশ করা যায়না,
মাঝে মাঝে দুঃখগুলো আড়াল খুঁজে পায়না।
মাঝে মাঝে সবাই আপন কেউনা থাকে পর
মাঝে মাঝে শূন্য ভূবন নিঃস্ব মন ঘর।
মাঝে মাঝে ভুলগুলোকেই শুদ্ধ মনে হয়,
মাঝে মাঝে একটু ভুলেই নিখাদ পরাজয়।
মাঝে মাঝে দীপ্ত মনে সুখ খেয়ালে হাসি,
মাঝে মাঝে আঁধার ধোয়া নয়ন জলে ভাসি।
মাঝে মাঝে এই নিজেকে চিনতে লাগে ঘোর
মাঝে মাঝে নিঝুম রাতও লাগে রাঙা ভোর।