অসীম সাহসী মোরা জাতে বীর বাঙ্গালী,
চেঁচামেঁচি করে বৃথা ঘুম কেন ভাঙালী?
চলছেতো বেশ দেখি গণতন্ত্রের রথ,
সন্ত্রাস বয়ে আনে ক্ষমতার মসনদ ।
দুর্নীতি লুটপাটে যারা পাঁকা খেলোয়াড়,
তারাই তো কেড়ে নেয় ক্ষমতার অধিকার ।
রক্ষকে ভক্ষক মানে এই মুল্লুক,
ভাঙালী স্বাদের ঘুম গর্ধব উল্লুক ।
ধন যার মান তার ক্ষমতার সুযোগে,
গরীবের চোখে জল ঝড়ে শুধু আবেগে ।
চাঁদাবাজি লুটপাট মুখোশের আড়ালে,
প্রতিরোধ হানাদেয় প্রতিবাদে দাঁড়ালে ।
আজ বাঙ্গালী ঘুমায় জেঁগে,
সুনীতি গিয়েছে ভেগে ।
পেলে সবে খুশি হয়, হয়েছে নীতির ক্ষয়!
অনেক কেটেছে ভুলে প্রশ্রয়ে আর নয়।
তাই কিছু বিবেকের চেঁচামেঁচি চিৎকার,
বাঙ্গালীর অপলক ঘুম কাড়ে বারবার ।
বিবেক চেঁচিয়ে বলে উঠ্ বীর বাঙ্গালী,
সমর হয়নি শেষ, জেঁগে তবু ঘুমালি?