চন্দ্রাবতী শুনবে এসো দগ্ধ মনের ভাষণ
তোমার প্রতি এটাই আমার ভালবাসার শাসন।
মিছে মায়ায় ছলনাতে দিয়ে গেছ ধোকা,
দুচোখ মুছে হেসেই বলি, আমি বড্ড বোকা।
নিষ্ঠুরতার ঝলকানিতে পুড়িয়ে দিলে আমার মন,
স্মৃতির সাথে যুদ্ধ করে কাটছে আমার সারাক্ষণ।
চন্দ্রাবতী তোমার ক্ষতি ভুল করেও চাইনি,
বিদায় বেলায় একটু প্রীতি বলবে কেন পাইনি?
অমূল্য এই মনটা আমার পেয়েছিলে মূল্যহীন,
এই মনটাই ফেলবে ছুড়ে ভাবিনি তা কোনদিন।
শোকের বোঝা বাড়িয়ে দিয়ে কতইবা সুখ পেলে,
আপন মনে দুঃখ দিলে সুখ কভুনা মেলে।
মন না বুঝে কষ্ট দিয়ে পালিয়ে কোথায় যাবে,
আমার মত সত্য প্রসাদ আর কভু না পাবে।
ভুল করেছি, দোষ করেছি, মান করেছি অল্প
আজ তোমার স্মৃতি আমার মনে ছোট্ট একটা গল্প।