খুব বেশি আজ ইচ্ছে করে
বাঁচতে কোন শিশুর মনে।
সেথায় আমার সারাবেলা
কাটবে মধুর সুখের ক্ষণে।
পৃথিবীটা দেখবো আবার
কৌতূহলী দুচোখ ভরে,
চাওয়া পাওয়ার হিসেব যত
করবো শুরু নতুন করে।
আবেগ ভরা দুই নয়নে
কাঁদবো অবুঝ, কারণ ছাড়াই।
পুণ্যি মাখা হাসি এঁকে
এক নিমিষেই দুঃখ তাড়াই।
অবুঝ মনের বায়না গুলো
রাখবো আমার ইচ্ছে যত,
আদর মাখা দুহাত এসে
মেটাবে তা মনের মত।
হোকনা যতই পাগলামি সব
বৃথাই খুঁজি হারানো ধন,
সুখ সাধনে পরাণ আমার
আজ পেতে চায় সেই শিশু মন।