রাত্রি আমায় বলল হেসে-
সাহস ত কম নয়।
কাব্য গড়া এতই সহজ!
মুখের কথায় হয়?
আমি বলি নিরাশ আঁধার
হওনা তুমি চুপ,
আলোর মশাল জ্বলবে যখন
দেখবে আলোর রূপ।
ভয় পেলে কি জয় করা যায়;
স্বপ্নকি যায় ধরা?
সাধনাতেই সিদ্ধি মেলে,
পালায় মনের জড়া।
কেউ জয়ী হয় একবারে আর
কেউবা জেতে দুইয়ে।
হয়না এমন, ফল পেয়েছে
গাছখানা না রুয়ে।
কথা শুনে রাত্রি আমায়
মুচকি হেসে কয় -
বেশ হয়েছে ঘুমোও এখন,
এবেলা আর নয়।