চলেছি আঁধারের পথ বেয়ে ।
কেউ না জানুক আমি তো জানি,
কি অমূল্য ধন খুইয়ে
আজ আমি নিঃস্ব পথিক ।
হয়তো শেষ অবধি
বিষণ্ণ এই  মন,
দুঃখ গুলো সইতে না পেরে
চুপিসারে ক্ষণে ক্ষণে,
ক্ষমা করে দেবে নিজেকে ।
কিন্তু নিষ্ঠুর আঁধারের ঐ কালো
যখন দাঁত কিলিয়ে অট্টহেসে
ভেংচি কেটে বলবে,
চলে এসো, এসো
তুমি তো আমার দলে ।
তখনকি একটি বারের জন্যে
কম্পিত  শিহোরিত এই মন
গর্জেওঠে সস্পর্ধে  বলতে পারবে?
মানিনা আমি কিছুই
এ সবই দুঃস্বপ্ন,
দেখ রাত পোহায়নি ।