সত্যাশ্রয়ী সৈনিক আমি সত্য আমার ঢাল,
সত্যের বলে ছিঁড়ে ফেলি আমি শত মিথ্যের জাল ।
সত্যে জানিয়া প্রেমময় সুখ
ভুলে যাই সব না পাওয়ার দুখ্ ,
সত্যে যেথায় জীবনের ইতি
ছুটে যাব সেথা ভুলে ভয় ভীতি ।
সত্য যতই হোক অপ্রিয় হোকনা যতই তিক্ত,
সত্য আমার পথের পাথেয় সত্যে নয়ন সিক্ত ।
এসো সবে চলি সত্যের পথে
ভিন্নতা ভুলে বহু পথ মতে ।
ধরণী রাঙাই সত্যের রঙে সত্যে সাজাই বিশ্ব,
সত্যকে ভুলে হয়ো নাকো কেহ বিবেকের কাছে নিঃস্ব ।
বিধাতার কাছে সত্য মধুর সত্যে কেবলি পুণ্য,
মুক্তির পথ সত্যেই আছে, নেই আর পথ ভিন্ন ।