তুমিইতো বলেছিলে, "আজ থাক"
"পরের বৃষ্টিতে আমরা দুজনে
হাত ধারাধরি করে ভিজবো"
সেদিন দুজনেই বিদায় দিয়েছি
হাতের মুঠোর সুখটাকে,
কিছু সুখ যত্ন করে উঠিয়ে রেখেছি
ভবিষ্যতে বেশি পাবার ছেলেমানুষী আশায়।
বহুদিন পর আবার এল আকাঙ্ক্ষার বৃষ্টি
একাকিত্বের বরষা।
মেঘের মতো মন কালো অভিমানে
তুমি এলে না,
আমি হাতড়ে বেড়াই তোমার হাতটা
আহত হই অগ্রাহ্যের ধারালো কাঁচে।
আজও মন খারাপের বৃষ্টি হয়,
সেই জলে আমি ভিজি একলা
না, শরীর নয়, মন ভেজে....
এক বৃষ্টির কত রূপ
তোমার সান্নিধ্যে ছন্দময় ঝংকার
আর তুমিহীনা কান্নার উপলক্ষ্য।
লোকে বলে মন দিয়ে চাইলে সব মেলে
তাই মন দিয়েই চাইছি
আবার মুষলধারে বৃষ্টি হোক
ভেসে যাক সব অভিমান
আর তোমার হাতটা পাই আমার হাতের মুঠোয়।