আমি আজ বৃষ্টিতে ভিজে চুপচুপে হবো
জল কাদায় মাখামাখি হবো নির্লজ্জ ভাবে,
আজ শুধু বৃষ্টি দেখবো না
বৃষ্টির স্বাদও নেবো আজ
কিছু আপাত অন্যায্য ইচ্ছে
মানুষকে টানে অবিশ্বাস্যভাবে,
আমি একবার ডুববো একবার ভাসবো
আর ভাসিয়ে দেবো তোমাকে,
আমি আজ মরুভূমি
সব শুষে নেবো অকৃপণভাবে
তুমিও সব নেকাব খুলে আমায় সঙ্গ দাও
ভালো লাগবে;
বৃষ্টির পর তোমার মুখে ফোটাব রঙধনু হাসি,
একার সুখে অতৃপ্তি থাকে
সুখের মাত্রা বাড়ে ভাগাভাগিতে,
আর ভালবাসার গভীরতা বাড়ে বাড়াবাড়িতে।