নিজেকে এত অনিবার্য ভেবো না
আমিও ভাবি না;
ভেবো না
আমার জীবনের একমাত্র জ্বালানী তুমি
যার অভাবে জীবন থমকে দেবো,
জীবনের জন্য আমার আছে
হাজারো বিকল্প চালিকাশক্তি
হয়তো তা তোমার চেয়েও ভালো বিকল্প।
সূর্যে গ্রহণ লাগলেও
একসময় মুক্ত হয়,
শীতে গাছের বৃদ্ধি থামলেও
বসন্তে নব উদ্যমে ডাল ছড়ায়,
আর নেশায় বুঁদ হওয়া মানুষটাও
এক সময় স্বাভাবিক হয়;
তুমি থাকতে পথটা সোজা ছিল,
এখন হয়তো পথে বাঁক নিতে হবে
তাই জীবনের গতি একটু কমবে, এই তো,
কিন্তু আমি থামবো না।
সময়ের কাছে নিচ্ছি আমি
বেজারত্ব নিরসনের পাঠ!
একদিন সব ব্যথাই তামাদি হবে আশা রাখি,
আর তোমার শূন্যতা
শূন্য করতে পারবে না আমায়।