আবারো কেটে গেল
একটি নিষ্ফল রাত,
আবারো ছুঁলোনা
ওই হাত এই হাত;
আবারো অভিমান কেন গেল জিতে,
আবারো একা আমি ছায়ার বিপরীতে।


নিত্য চলে দরকষাকষি
মেঘটা মুছে চাঁদ জাগানোর,
নিত্য বসে তাই অঙ্ক কষি
প্রেম দিয়ে অপ্রেম ভাগানোর।


জাগবে বলে সবুজ দ্বীপ
নীলচে জলে চলে অপেক্ষা,
দ্বিধা দলে পা বাড়ালেই
হাত তুলে থামায় উপেক্ষা।