এমন একটা গল্প হোক,
মন হাসবে খিলখিলিয়ে
কমুক নোনাজলের প্রকোপ।


হোকনা সেই গল্প কাল্পনিক,
ব্যথা প্রশমনের প্রলেপ মেখে
হয়ে উঠি সবাই স্বাপ্নিক।


থাকনা কিছু মিথ্যের ছলচাতুরী,
ছেলে ভোলানো মিষ্টি আশ্বাসে
করবো সুখের বাহাদুরি।


নাইবা পারলাম চাঁদটা ছুঁতে,
চাঁদমুখে চেয়ে থাকার আহ্লাদে
দুঃখ নিভাই এক ফুঁ-তে।


ঘরে নাইবা উঠলো ফসল,
সবুজ স্বপ্নের পরিচর্যা করি
থাকুক স্বপ্ন আশা সচল।