ফের তুমি ফিরলে
অভিমান ভাঙানোর ইস্কুলে ভর্তি হবো,
ফের তুমি ফিরলে
আমি জেদের বন্দরের দূরবর্তী রবো।
ফের তুমি ফিরলে
আদর তাপে করবো
          তোমার রাগ গলানোর চর্চা,
ফের তুমি ফিরলে
জোছনা রাতে পাতবো
          ভালোমন্দ খুনসুটির শয্যা ।।


দুজনার সেই পোষা পাখিটা
দেখে যাও পুড়ছে বিষন্নতায়,
দেখে যাও আমার পড়শি বালিশ
হাহাকারে মরে কি বিচ্ছিন্নতায়!
ফের তুমি ফিরলে
আতিশয্যের চুমুকে জিভ পোড়াবে গরম চা ।।


দেখে যাও তুমি ঘরের আয়নাটা
তোমায় না দেখে বেজার মুখে,
দেয়াল ঘড়িটা কত ধীরে চলে দেখো
বেদনার ভারী কাঁটা নিয়ে বুকে!
ফের তুমি ফিরলে
শুধু ভালোবেসে করে যাব সময়ের খরচা ।।